নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া। মঙ্গলবার বেলা ৩টায় আড়াইহাজার বাজার এলাকায় নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে নির্বানচ থেকে সরে যান তিনি।
সংবাদ সম্মেলনে শাহজালাল মিয়া বলেন, উপজেলার ১৩৯টি কেন্দ্রে আমি আমার এজেন্ট নিয়োগ করেছি। সোমবার রাতে আমার এজেন্টের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। সকালে প্রায় প্রত্যেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়েছে। কালাপাহাড়িয়া ইউনিয়নে তার এজেন্টদের যেতে দেওয়া হয়নি।
এছাড়া খাগকান্দা ইউনিয়নের ১৫ নম্বর ডোমার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচানি মাদ্রাসা কেন্দ্রের এজেন্টকে তুলে নিয়ে মারধর করেছে, বেঁধে রেখেছে। বেলা ১২টার পর থেকে কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “যেসব কেন্দ্রে আমার এজেন্ট ছিল সেখানে ভোট বেশি পরেছে। আর যেখানে ছিল না সেখানে কম পরেছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী ভাইস চেয়ারম্যান শাহিদা মোশারফ প্রভাব বিস্তার করে সিল মেরেছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
এদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে শেষ হয়েছে বিকেল চারটায়। প্রথমে ভোটারদের উপস্থিতি কেন্দ্রে কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম প্রতীক), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক) ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া)।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan