
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিএনপির রাজনীতি ততই উতপ্ত হয়ে আসছে। রাজপথ দখলে নিতে মরিয়া দুই দলের দুই নীতিনির্ধারক। ইতিমধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে বর্তমান আওয়ামীলীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। এবার হবে তাদের ফাইনাল খেলা। মাঠ দখল নিতে দুদল মরিয়া হয়ে উঠেছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, শামীম-গিয়াসের লড়াই মুখে মুখে নয় খেলা হবে মাঠে।
খোজখবর নিয়ে জানাগেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচকে ঘিরে আগামী ২৮ অক্টোবরের ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির মহাসমাবেশকে ঘিরে বিশেষ গুরুত্ব দিচ্ছে নারায়ণগঞ্জে দুই দল। দুই দলের শীর্ষ নীতিনির্ধারকরা ইতিমধ্যেই ২৮ অক্টোবরের সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের নেতাদের দফায় দফায় নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। এ নির্দেশনা বাস্তবায়নে রাজপথে নিজেদের সর্বোচ্চ শক্তির জানান দিতে প্রস্তুতি নিচ্ছে দেশের রাজনীতির বড় দুই দল।
জানা যায়, ২৮ অক্টোবরের শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ থেকে সর্বোচ্চ সমাগমের কেন্দ্রীয় নির্দেশনা মেনে বাস ট্রাক ট্রেনে করে নেতাকর্মীদের ঢাকায় নেয়া হবে। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের কাছে এ লক্ষ্যে বিশেষ ট্রেন বরাদ্দের জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ঢাকার সাথে নারায়ণগঞ্জে ঢাকার প্রবেশ পথগুলোতেও অবস্থানের জন্য নেতাকর্মীদেও প্রস্তুতি রয়েছে।
ক্ষমতাসীন দলের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও সাবেক সংসদ গিয়াস উদ্দিন সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। সকলেই হাজার হাজার নেতাকর্মীর বিশাল বহর নিয়ে ঢাকায় যাবেন এদিন। তাদের ঘোষণায় কেন্দ্রের প্রত্যাশা কয়েক লাখ লোক শুধুমাত্র নারায়ণগঞ্জ থেকেই এদিন ঢাকায় অবস্থান নেবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই জানান, আমরা ঢাকায় সমাবেশের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। আমাদের নেতাকর্মীরা সেদিন নিজেদের শক্তির জানান দিতে প্রস্তুত।
এ ছাড়াও বিএনপি জামায়াতের যেকোন নাশকতা রোধে নারায়ণগঞ্জেও আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে এবং সতর্ক অবস্থানে থাকবে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেন, সমাবেশকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীদের গত কয়েকদিন ধরে গণগ্রেপ্তার করা হচ্ছে। এ ছাড়াও নিয়মিত আমাদের নেতাকর্মীদের বাড়িতে পুলিশের অভিযান চলছে। তবুও আমাদের নেতাকর্মীরা মহাসমাবেশে সেদিন সর্বোচ্চ উপস্থিতি নিয়ে হাজির হবে। আমরা আামাদের একদফা দাবি আদায় না করে ঘরে ফিরব না।