
বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ একেএম শামীম ওসমান আমেরিকায় আমেরিকায় সফরে যান। বৃহস্প্রতিবার বিএনপি নেতাকর্মীদের সাথে সংসদ সদস্য বাগবিতন্ডা হয়। এ ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সামাজি যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্লিপে দেখা যায়, বৃহস্প্রতিবার বাংলাদেশ সময় দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় একটি জিপ গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় কতিপয় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা শামীম ওসমানকে লক্ষ্য করে ভোট চোর বলে শ্লোগান দিতে থাকেন। পরে শামীম ওসমান গাড়ি থেকে নেমে ওই যুবকদের ওইসকল কথার প্রতিবাদ করেন।
এসময় সংসদ সদস্য একেএম শামীম ওসমান তাদেরকে উদ্দেশ্য করে বলেন, এমন কিছু করোনা যাতে মা বাবার সন্মান হানি হয়। মা বাবাকে কেউ গালি দেয়। এসময় কয়েকজন বিএনপিকর্মী বলেন, আমরা আপনার সাথে দেশের মাটিতে কখনো কথা বলতে পারিনি। সেজন্য আপনার সাথে চা খেতে চাই। পরে শামীম ওসমান তাদের সাথে একসাথে চা পান করেন।
তবে শামীম ওসমান ভক্তরা নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, এ ঘটনাটি পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক হতে পারে। ভিডিও এডিট করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হতে পারে। যাতে জনপ্রিয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুনামক্ষুন্ন হয়।
বাংলাদেশে একজন বর্ষিয়ান রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যের সুনামক্ষুন্ন করা এসকল উশৃংখল যুবককে অবিলম্বে নিউয়র্ক পুলিশ তাদেরকে খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।