
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সন্ধ্যায় শামীম ওসমানের দাদার বাড়ি বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠালগ্নের ইতিহাসের সাথে জড়িত বায়তুল আমান বাড়িটি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি নেতাকর্মী ও বিক্ষুব্দ জনতা। তবে এ বাড়িতে শামীম ওসমানের সৎ চাচা মোস্তফা সারওয়ার ও চিত্র নায়িকা কবরী সারোয়ারের স্বামী বাবু সারোয়ারের অপর দুই ভাই বাস করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর শহরের ডন চেম্বার এলাকা থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল বায়তুল আমানের সামনে জড়ো হয়। এরপরই স্লোগানের সঙ্গে সঙ্গে বুলডেজার দিয়ে বাড়ি ভাংচুর শুরু হয়। এক পর্যায়ে অগ্নিসংযোগ করা হয়।
এর আগে দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জজ কোর্টে শেখ মুজিবুর রহমানের ম্যূরাল বঙ্গবন্ধু কর্ণার ভাংচুরের সময়ে বায়তুল আমান এবং শামীম ওসমানের বাবার বাড়ি হীরা মহল ভাঙ্গার ঘোষণা দেন বিএনপি নেতারা।