
কেন্দ্রীয় আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠান ঢাকার বায়দুল মোকাররম মসজিদের দক্ষিন গেইটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শান্তি সমাবেশকে সফল করতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সভায় অংশ গ্রহন করেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার এবং সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় তারা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনে অংশ গ্রহন করতে হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন যথা সময়ে হবে। কেউ নির্বাচনে আসুক বা না আসুক সেদিকে তাকানোর সময় আমাদের নেই।