A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শান্তিপূর্ণভাবেই হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উৎসব চলছে। এই উৎসবকে ঘীরে পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। যাতে করে কোন ধরনের অপৃতিকর ঘটনা না ঘটতে পারে সেই জন্য আইনশৃংখ্যলাবাহিনীর পাশাপাশি গোয়েন্দানজরদাবি বাড়ানো হয়েছে। এছাড়াও আগাত পূর্ণার্থীদের সুবিধার্থে ১৬০ টি শৌচাগার স্থাপন করা হয়েছে। স্নান এলাকায় নিরাপত্তায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সিসিটিভির পাশাপাশি পর্যবেক্ষণের জন্য থাকবে ড্রোনক্যামেরা অপরাধীদের গতিবিধি লক্ষ্য করার জন্য কাজ করছেন।

ইতিমধ্যে স্নান এলাকায় ২০ টি স্নান ঘাটলায় কাপড় পাল্টানো, চিকিৎসা সেবায় ভ্রাম্যমান কেন্দ্র, শৌচাগার, বিশুদ্ধ পানি সরবারাহ, ও পূণার্থীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর দেড় হাজার সদস্যরা। স্নান এলাকায় টহলে থাকবেন সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, ব্রহ্মপূত্র নদে টহলে থাকবে নৌ পুলিশ ও কোস্ট গার্ড।

 

আগের সংবাদ দেখুনআশার আলো দেখছেন দেশবাসী