
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেল ও সাধারণ সম্পাদক লায়ন মুনসুর আহমেদ মুন্না ২৭ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। জিএম সুমনকে আহ্বায়ক ও শফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিনকে।
নব গঠিত জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক জিএম সুমন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরপর তিন বারের প্রধানমন্ত্রী গনতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার ও তারুন্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা এ নতুন কমিটি কাজ করে যাব।
যেখানে থাকবে না কোন সন্ত্রাস, চাঁদাবাজ। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে জিয়ার সৈনিক দল মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আদর্শকে বুকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়তে সকরে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।