
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সারা দেশে যেসব সাধারণ ছাত্র-জনতা শহীদ হয়েছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় সনমান্দী জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার সনমান্দী হাছান খাঁন উচ্চ বিদ্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও প্রার্থনা করা হয়। বিশেষভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সোনারগাঁওয়ের শিক্ষার্থী শহীদ মেহেদী ও শহীদ ইমরান এর জন্য প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন সনমান্দী জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ। উপস্থিত ছিলেন শহীদ মেহেদীর পিতা সানাউল্লাহ, ফেনী পশুরাম সরকারি কলেজ এর সহকারী অধ্যাপক মাহফুজুল হায়দার সেলিম, বিশিষ্ট শিক্ষানুরাগী তুহিন মাহমুদ, মেহেদী হাসান,সাকিল সাইফুল্লাহ, এ আর আতিক,সাংবাদিক কামরুল হাসান,খসরু ভুঁইয়া, করোনাযোদ্ধার পরিচালক ওমর ফারুক, টিম লিডার সানাউল্লাহ বেপারী, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, শায়খ আবু তাওয়ামা সংসদ এর সভাপতি শফিকুল, সম্পাদক ইউসুফ,নবজাগরণ সংগঠন এর ফয়সাল, শিক্ষার্থীদের পক্ষ থেকে হিমেল হাসান,নাইম ইসলাম,ইমরান হোসেন,রনি সনমান্দী জনকল্যাণ সংস্থার কিরন হাসান, বিল্লার হোসেন, শিফাত,শপথ,রিপন,সৈকত,অপু,রাকিব,সুইম,সোহাগ,সাবিত,বিজয় সহ সোনারগাঁওয়ের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকলে বৈষম্য বিরোধী চেতনায় সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ গ্রহন করেন।
সোনারগাঁওয়ের শহীদ মেহেদী ও ইমরান এর পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করেন সনমান্দী জনকল্যাণ সংস্থার সদস্যরা।