
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় শনিবার বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে একটি ফ্ল্যাট বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার পার্ক পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের্^ আব্দুল সালামের বাড়ির তৃতীয় তলার একটি ফ্লাটে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন ধরে যায়। এতে ওই ফ্ল্যাটের ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পাওয়া মাত্র কিছুক্ষণের মধ্যে আমাদেরদুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসার আসবাবপত্রে পুড়লেও কেউ আহত হোন নি।