নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েত পাড়া ইউনিয়নের নয় নাম্বার ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ার এগারদিন পরেই প্রতিপক্ষের লোকদের উপর হামলা ও গুলি চালিয়ে দুইজনকে গুলিবৃদ্ধ করেছেন শমসের বাহিনী। আহত যুবকদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতক্ষদর্শী শাহাদাৎ হোসেন জানান, আমাদের চনপাড়ার কায়েতপাড়া ইউনিয়নের ৯নয় নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শমসের শাহাবুদ্দিনের লোকেরা পূর্ব থেকে মাদকের ব্যবসা করে আসছিল। একই ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নালের লোক মাসুদ এবং বাবলু এর প্রতিবাদ করে আসছিল অনেক পূর্ব থেকেই। আজ জুম্মার নামাজের পর মাসুদ ও বাবলু তাদের তিন চারজন বন্ধু নিয়ে মসজিদের পাশে বাড়ির সামনে বসে ছিল।
মাদক বিক্রির প্রতিবাদের জেরে শমসেরের চিহ্নিত সন্ত্রাসী রায়হান ও সাব্বির সহ ১০/১২ জনের একটি দল অতর্কিত আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয় বাবলু ও মাসুদ। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। বাবলুর পায়ের পাতায় এবং মাসুদের কোমরে গুলিবিদ্ধ হয়। মাসুদের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।
তিনি আরও জানান,মাসুদ স্থানীয় একটি টেক্সটাইলের কর্মচারী। তার পিতার নাম আজহার মোল্লা। অপরদিকে বাবলু মিয়া মতিঝিল আইডিয়াল স্কুলের ফুটপাতের সামনে কাপড় বিক্রি করেন। তার পিতার নাম মৃত বাদল মিয়া। তারা দুজনেই রূপগঞ্জের চনপাড়া এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, চনপাড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনক ঢাকা মেডিকেলে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন।বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan