
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: আর কিছুক্ষন পরেই শুরু হবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশ। অতিতের সকল রেকর্ড ভেঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত হবেন বলে আশা প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নাম্বার ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন।
তিনি নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানান, আজকের সমাবেশকে কেন্দ্র করে প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের মতবিনিময় ও প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে। সকল উপজেলা থেকে সর্ববৃহৎ নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেওয়ার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ। তাদের যত দ্রুত সম্ভব ক্ষমতা থেকে বিদায় করে গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে চাই আমরা।
তিনি আরো বলেন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে হাসপাতালের কাতরাচ্ছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করলে সরকার কোন কর্ণপাত করছেন না। তাই আমরা এই জালেম, জুলুমবাজ সরকারের পতন গঠিয়েই বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা করার জন্য বিদেশ পাঠাবো ইনশাল্লাহ। আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না।