জহিরুল ইসলাম মৃধা
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মহাসাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসব। এ উপলক্ষ্যে সোনারগাঁয়ের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে পূজা অর্চনা, গীতা পাঠ, কীর্তন, রাজভোগ, বাল্য ভোগ ও প্রসাদ বিতরন করা হয়। মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে গত বছর মেলা অনুষ্ঠিত হয়নি।
হিন্দু সম্প্রদায়ের এ মহাপুরুষ ১৭৩০ খিস্ট্রাব্দে ভারতের পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাসত মহাকুমার অন্তর্গত চুরাশিচাকলা গ্রামে ধর্মীয় সাধক রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর ঘরে জন্মগ্রহন করেন। রাম নারায়ণের চতুর্থ পুত্র শ্রী লোকনাথ ব্রম্মচারী বাল্যকাল থেকেই পুথিগত বিদ্যার প্রতি আগ্রহী ছিলেন না। আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য ১০ বছর বয়সে লোকনাথের পিতা সর্বশাস্ত্র পারদর্শী সন্ন্যাসী ভগবান গাঙ্গুলীর হাতে তুলে দেন তাকে।
পরবর্তীতে তিনি জ্ঞান সাধনা ও সিদ্ধিলাভের জন্য হিমালয়ের দূর্গম পর্বতমালা, কাশীধাম ও চন্দ্রনাথ পাহাড়ে দীর্ঘ সময় ধ্যানে মগ্ন ছিলেন। শ্রী লোকনাথ স্থানীয় ডেঙ্গু কর্মকারের অনুরোধে বারদী এলাকায় আসেন এবং বারদীর বিখ্যাত নাগ পরিবার সাধনার জন্য তাকে এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করে দেন। শ্রী লোকনাথ ব্রম্মচারী মৃত্যুঠ আগ পর্যন্ত বারদী আশ্রমেই অবস্থান করেন। তিনি বাংলা ১২৯৭ সালের ১৯ শে জৈষ্ঠ ১৬০ বছর বয়সে দেহ ত্যাগ করেন।
লোকনাথ ব্রম্মচারীর তিরোধানের পর থেকেই হিন্দু সম্প্রাদায়ের লোকজন ব্যাপক আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রতি বছর তিরোধান উৎসব পালন করে আসছে।
লোকনাথ ব্রক্ষচারীর আশ্রম কমিটির সদস্য সচিব সাংবাদিক শ্রী শংকর কুমার দে জানান, ১৩৩ তম তিরোধান উদযাপন উপলক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দূর দূরান্ত থেকে আসা লোকনাথ ভক্তদের জন্য আশ্রমের ভেতরে অবস্থিত কয়েকটি তীর্থ নিবাসে নিরাপত্তার জন্য বিপুল পরিমাণ র্যাব, পুলিশের টহল বৃদ্ধি, দেশ বিদেশ হতে আগত ভক্তদের নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই রোধে সিটি সিভি ব্যবস্থা, মেডিকেল টিম, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মেলায় কোন প্রকার দোকান পাট থেকে টাকা উত্তোলন বন্ধ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশী ব্যবস্থা, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয়।
যানজট নিরসনে পুলিশের পাশাপাশি আশ্রম কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন। বৃষ্টি ও রোদ থেকে রক্ষা পেতে ভক্তদের জন্য মন্দিরের বাইরের খোলা মাঠে সামিয়ানা টানানো হয়েছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজওয়ান উল ইসলাম বলেন, বারদীতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধানে ভক্তদের নিরাপত্তার জন্য আশ্রম এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো আশ্রম এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তা দেওয়া হবে। আশ্রম এলাকায় মেডিকেল টিম কাজ করবে। ১৩৩ তম তিরোধান উৎসব উপলক্ষে গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan