নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
সোনারগাঁয়ে বারদী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে হঠাৎ করে বেড়ে গেছে ইভটিজিং, ছিনতাই, চুরি ও কিশোর গ্যাং এর মত ব্যাধি। জানা যায়, বারদী আশ্রমের সামনে ও প্রত্যেকটি অলি-গলিতে গড়ে উঠেছে কথিত বড় ভাইদের শেল্টারে কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, মাদক ও ইভটিজিং।
ঐ এলাকার বাসিন্দারা ও আশ্রমে আসা দর্শণার্থীদের অভিযোগ, আশ্রম এলাকায় কিশোর গ্যাং এর দৌরাত্ম্য সবচেয়ে বেশি। দিনভর উঠতি বয়সের কিশোর-তরুণরা এখানে ইভটিজিং, মাদক, ছিনতাইয়ের মত নানা অপকর্মে জড়িত থাকে। এখানে প্রকাশ্যে চলে গাঁজা সেবন। তাদের উৎপাতে এই এলাকায় চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, এসব গ্যাং এর সদস্যরা প্রায়ই দেশীয় অস্ত্র নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া দর্শণার্থী মেয়েদের ইভটিজিং করে। এতে অভিভাবকরা বাঁধা দিলে তাদের উপর চড়াও হয়ে আসেপাশে থাকা তাদের টং দোকান হতে ছুরি, রামদা, চাপাতি নিয়ে হামলা চালিয়ে সর্বস্ব লুটে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, বাজার হতে একটু সামনে আশ্রম। আশ্রমে এসে দর্শণার্থীরা শপিং করতে গেলে বখাটেরা তাদের কাছ থেকে মোবাইল ও টাকা-পয়সা ছিনতাই করে। এই জায়গা গুলিতে এরা প্রতি দলে ৮ থেকে ১০ জন থাকে। কোন নারী একা বা তার ছোট ছেলে-মেয়ে নিয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা পিছে এবং গা ঘেষে পাশে হাটতে থাকে। সুযোগ বুঝে পথরোধ করে নারীদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ও টাকা চোখের পলকে নিয়ে যায়। দূর থেকে আসায় এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দায়েরও করেন না। হতাশ হয়ে চলে যান বাড়িতে। এ ছাড়াও ছোট ছোট টোকাইরা ২ বা ৩ জন মহিলাদের হাতে-পায়ে ধরে টাকা-পয়সার জন্য টানাটানি করে বিব্রত করে।
গত বৃহস্পতিবার বিকেলে লাঙ্গলবন্দ এলাকায় স্নান করে বারদী আশ্রমে প্রার্থণা করতে আসে ধামরাই থেকে আসা শীলা রানী। তিনি বলেন, আমি আমার স্বামী সন্তান নিয়ে প্রথমে লাঙ্গলবন্দ স্নান করে এসে বারদী লোকনাথ বাবার আশ্রমে প্রার্থণা করতে আসি। অনেক ভিড়ের মধ্যে আমার গলার স্বর্নের চেইন ও মোবাইল ছিনতাই হয়ে গেছে। অনেক খোঁজাখুজির পরেও সেটি আর খুজে পাইনি।
ফুটপাতের দোকান থেকে এটা সেটা কিনতে গিয়ে মহিলারা মনোযোগ হারিয়ে ফেলে নিজের ব্যাগের প্রতি। ঐ সুযোগে ফুটপাতে গড়ে ওঠা দোকানদারের সহায়তায় মোবাইল চোরেরা তাদের অপারেশন চালায়। ছিনতাই নিয়ে জনজীবন সঙ্কিত হয়ে আছে। জনগণের শেষ ভরসা এখন প্রশাসন।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম বলেন, বারদী আশ্রমে আগত কোন ভুক্তভোগী আমাদের কাছে কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সোনারগাঁ উপজেলা কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে অচিরেই ব্যবস্থা গ্রহণ করে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan