প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ৮:২১ অপরাহ্ণ
লুট হওয়া ২ অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার আড়াইহাজার পৌরসভার গাজীপুরা এলাকায় পরিত্যক্ত ইটভাটা থেকে দুইটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা থানার অস্ত্রসহ সকল জিনিসপত্র লুট করে আগুন লাগিয়ে থানাকে ধ্বংসস্তূপে পরিণত করে। এ ঘটনায় আড়াইহাজার থানার এসআই মো. রিপন আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫-৩০ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ইতোমধ্যে অস্থায়ীভাবে থানার কার্যক্রম উপজেলার গণগ্রন্থাগারে পরিচালিত হচ্ছে। গত মধ্যরাত থেকে লুটকৃত অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযানের খবর সর্বত্র ছড়িয়ে পড়লে দুইটি শটগান গাজীপুরা এলাকায় পরিত্যক্ত ইটভাটায় ফেলে রাখে। পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অস্ত্র দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan