A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: পূর্বাচল লায়ন্স ক্লাব জেলা ৩১৫বি-২ এর উদ্যোগ্যে প্রত্যান্ত অঞ্চল ঘুরে বস্ত্রহীন ও শীতার্ত মানুষের মাঝ শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এ উদ্যোগ সকলের মধ্যে প্রশংসার দাবি রাখেন। সম্প্রতি মুন্সিগঞ্জ, সিরাজদিখান, মালখানগর এলাকার বেদে পল্লীতে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও তাঁদের সন্তানদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


পূর্বাচল লায়ন্স ক্লাব জেলা ৩১৫বি-২ এর গভর্নর শাহাদাৎ হোসেন জানান, সব মানুষের উচিত সমগ্র সৃষ্টির প্রতি দয়া-মায়া, অকৃত্রিম ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি ও সহানুভূতি বজায় রাখা। শীতার্ত গরিব-দুঃখী মানুষের সামান্য উষ্ণতার ব্যবস্থা করে দিলে আল্লাহ তায়ালা অবশ্যই এর উপযুক্ত বদলা দেবেন। কারণ বান্দার দুঃখ-দুর্দশায় কেউ সহযোগিতার হাত বাড়ালে আল্লাহ তার প্রতি করুণার দৃষ্টি দেন।

শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। তাই আসুন আমরা সবাই মিলে সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতায় পাশে দাঁড়াই।

আগের সংবাদ দেখুনসোনারগাঁ হবে স্মার্ট নগরী: সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার
পরের সংবাদ দেখুনমাদকসহ কাউন্সিলরের ভাই গ্রেফতার