
নারায়নগঞ্জ ক্রাইম নিউজ :
সোনারগাঁয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন,
সোনারগাঁয়ের মানুষগুলোর আপনজন হয়ে, প্রিয়জন হয়ে, পরিবারের সদস্যের মতো হয়ে আমি আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করবো। আমার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে,
আমি কারো সমালোচনা করছি না। উনিও পাঁচটি বছর এলাকার সংসদ সদস্য ছিলেন। বিচার-বিশ্লেষণের মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন। কাকে কতটুকু পেয়েছেন, এসব বিবেচনার মাধ্যমে আপনারা আপনাদের নেতা সিলেকশন করবেন
লোভ-লালসা ত্যাগ করে রাজনীতিতে সময় দিয়েছি। অনেক বড় বড় ঝামেলা ছিল, সবকিছুর মালিক আল্লাহ।আমি কাউকে কখনও উস্কে দেইনি, আমি মীমাংসার মাধ্যমে সমাধান করার চেষ্টা করেছি। এখন আপনারা যদি মনে করেন ১০টি বছর আমি আপনাদের পাশে থেকে কোনো ক্ষতি করিনি, আপনাদের উপকার করার চেষ্টা করেছি, আপনাদের সুখে রাখার চেষ্টা করেছি, আপনাদের ১০ বছরে ভালোবাসার যোগ্যতা অর্জন করেছি তাহলে আপনারা আমাকে ভোট দেবেন।
খোকা শনিবার সকালে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে লাঙ্গলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।