নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
বৃহস্পতিবার রুপগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন অবৈধভাবে আইন অমান্য করে ইট প্রস্তুত করার অপরাধে চারটি ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ এর নির্দেশে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম এবং আরাফাত মোহাম্মদ নোমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের সমন্বয়ে তারাইল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইটভাটাগুলোকে এক লক্ষ টাকা জরিমানা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ডিসি অফিসের জেএম শাখা থেকে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুপগঞ্জের বিরাব তারাইল এলাকায় এআরবি-১ ব্রিকস, মেসার্স পিআরবি ব্রিকস, বিআরবি ব্রিকস-২ এবং এআরবি-২ ব্রিকস নামে ইটভাটাকে পচিঁশ হাজার করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানো লাইসেন্স ব্যতিত ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে উক্ত ইটভাটাগুলোয় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উল্লেখ্য নারায়ণগঞ্জের অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধের বিষয়ে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ভিডিশনের নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan