A Top Ads

নারায়ণগঞ্জের ফতুল্লায় লঞ্চঘাটে লঞ্জের ধাক্কায় এক মাঝি নিহত হয়েছেন। বুড়িগঙ্গা নদীতে পটুয়াখালীগামী এম,ভি প্রিন্স কামাল -১ নামক একটি লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ট্টলার ঢুবে এ ঘটনা ঘটে। শুক্রবার রাত আটটায় বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফতুল্লা মডেল থানা পুলিশ,নৌ ফাড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ফতুল্লা লঞ্চঘাটের ইজারাদার কতৃপক্ষের প্রিতম জানায়, দূরন্ত গতিতে এম,ভি,প্রিন্স কামাল-১ নামক বগা- পটুয়াখালীগামী একটি যাত্রী বাহী লঞ্চ ফতুল্লা খেয়া ঘাটে থাকা যাত্রীদের জন্য অপেক্ষামান বেশ কয়েকটি থামা ট্রলারের উপর উঠিয়ে দেয়। তারা তা দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলার নীচ থেকে মনির নামক একজনকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা মনির কে মৃত ঘোষনা করা হয়।

পাগলা নৌ ফাড়ির উপপরিদর্শক ইয়ার আলী জানান, ট্রলার দূর্ঘটনায় মনির নামক একজন মারা গিয়েছে। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

 

আগের সংবাদ দেখুনপ্রধানমন্ত্রী তরুন প্রজন্মের জন্য কাজ করছেন : শামীম ওসমান
পরের সংবাদ দেখুনশিশু ধর্ষণে ধর্ষক গ্রেপ্তার