নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দশ নাম্বার ওয়ার্ডে নিউ লক্ষী নারায়ণ কটস মিলস এর পূজা মন্ডপে প্রতি বছরই পূজা উদযাপন কমিটির কাছে অনুদান তুলে দেন নিউ লক্ষী নারায়ণ কটন মিলস এর মালিক ও দেশ সেরা তৈরী পোশাক কারখানা নীট কনসার্ন। তবে তারপরও প্রতিবারের মতো এবারও মুষ্ঠিমেয় কিছু মুসলিম ধর্মের লোক ও হিন্দু সম্প্রদায়ের লোক যোগসাজসে ফের নীট কনসার্ন গ্রুপের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
লক্ষীনারায়ণ কটন মিলস এলাকার হিন্দ্র সম্প্রদায়ের কয়েকজন জানান, নীট কনসার্ন গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্লা ও পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা ও ময়নাল হোসেন মোল্লা সবসময়ই হিন্দু সম্প্রদায়ের মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবেসে তাদের পাশে সহযোগীতার হাত বাড়ান। নীট কনসার্ন কারখানায় কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের লোককে চাকুরী দিয়েছেন তারা। সম্প্রীতির বন্ধনে নীট কনসার্ন গ্রুপের মালিক পক্ষ সবসময়ই পাশে থাকেন। তারপরও এলাকার একটি মুসলিম সম্প্রদায়ের স্বার্থন্নেশী মহল তাদের স্বার্থ হাসিল করতে নীট কনসার্ন গ্রুপের তিন ভাইয়ের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যা আমরা হিন্দ্র সম্প্রদায়ের লোকেরা মানতে পারি না। প্রতি বছরই পূজা আসলে এই ষড়যন্ত্র মাথাচারা দিয়ে উঠে।
তারা আক্ষেপ করে বলেন, আমরা পূজা আসলেই সুন্দরভাবে পূজা করে আনন্দে মাততে চাই। আমাদের বড় ধরনের সহযোগীতা করেন নীট কনসার্ন গ্রুপ। গত বার তারা আামাদের মন্ডপও বানিয়ে দিয়েছেন। পূজা করার জন্য জায়গাও বরাদ্ধ দিয়েছেন তবে একটি স্বার্থন্নেশী মহল তাদের স্বার্থ হাসিল করতে আমাদের স্বপ্ন পূরণে বাধা হয়ে দাড়িয়েছে। আমরা তা কোন ভাবেই মানতে পারছিনা। তবে আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু অতি উৎসাহী লোক রয়েছে তারাও কিছু টুপাইছের পাগল। এই টুপাইছ কামাতে তারাও হাত মেলান ওই মুসলিম সম্প্রদায়ের লোকদের সাথে। ফলে প্রতিবারই আমরা আনন্দ আর সুন্দরভাবে পূজা করতে ব্যর্থ হই। কাউকেই এই কষ্টের কথা বলতে পারি না। তবে আমাদের উচিৎ এসব ষড়যন্ত্রে পা না দিয়ে পূজা করতে মনোযোগ দেওয়া। যারা আমাদের চাকুরী দিয়ে সহযোগীতা করে, পূজার সময় অর্থ দিয়ে পূজা করতে সহযোগীতা করেন। এছাড়াও বিভিন্ন বিপদে আপদে তারা পাশে থাকেন তাদের সামাজিক, পারিবারিক, ব্যবসায়ীক সুনাম নষ্ট করে আমাদের লাভ কি?
নাম প্রকাশ না করার শর্তে হিন্দু সম্প্রদায়ের একজন জানান, শিপন সাহা, তরুন বেগী, বিজয় সরকার, বকুল বিশ^াস, পরেশ সাহা, বিদ্যুৎ দে, শিপলু মন্ডল, বিধান সরকার, অন্তু ধর, কিশোর দাস, সৌরভ বাড়ৈ, সজল নাথ, বর্ষন বর্মনসহ একটি চক্র মুসলিমদের একটি গ্রুপের সাথে তালমিলিয়ে ওই এলাকার পুরো হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করছে। তারা নীট কনসার্ন গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্লা, পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা ও ময়নাল হোসেন মোল্লাকে নিয়ে নানামূখী ষড়যন্ত্র করছে। আর হিন্দুদের সুন্দর ভাবে পূজা করতে বাধা হয়ে কাজ করছে। নীট কনসার্ন পূজা করতে অনুদান দিতে বড় ধরনের অনুদান দিতে চাইলেও তারা তাদের কথা কোনভাবেই মানতে চাইছেন না। উল্টো এসব হিন্দ্র সম্প্রদায়ের লোকদের ফুসলিয়ে নীট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে যড়যন্ত্র করিয়ে অন্য একটি পক্ষ সার্থ হাসিল করতে চাইছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমরা সকলেই ভাই ভাই, ধর্ম যার যার তবে উৎসব সবার। সম্পীতির দেশ বাংলাদেশ। আর নীট কনসার্ন গ্রুপের মালিক পক্ষ সম্পীতিতে বিশ^াসী। তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে সুন্দর ভাবে পূজা উদযাপন কারাটাই আমাদের জন্য শ্রেয়।
নীট কনসার্ন গ্রুপের পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লা এই প্রতিবেদককে জানান, আমরা সবসময় সম্পীতিতে বিশ^াসী। আমি নিজে পূজায় আনন্দ উল্লাস করি। নীট কনসার্নে কয়েক হাজার হিন্দু সম্প্রদায়ের লোক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন। বিভিন্ন উৎসব পার্বনে তারা ছুটি নিয়ে তাদের প্রয়োজন মিটাচ্ছে। আমরাও লক্ষী নারায়ণ কটন মিলের পূজায় সবসময় ভালো অনুদান দিয়ে থাকি। তাদের খুশিতে ভাগ বসাই। আমরা তাদের পূজা করতে জাগয়া দিয়েছি। মন্ডব বানিয়ে দেওয়ার কথা বলেছি। বিশৃংখলা, ষড়যন্ত্র না করে আমাদের সহযোগীতা করলে আমরাও তাদের সকল প্রকার সহযোগীতার আশ^াস দিয়েছি। আমার ভাই নীট কনসার্নের কর্ণধার জয়নাল আবেদীন মোল্লা অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী। তিনি বলেছেন, হিন্দ্র সম্প্রদায়কে জায়গা দিয়েছি। প্রয়োজনে মন্ডব করে দিবো। তারা তাদের ধর্মীয় কাজ পরিচালনা করবে। আমারা তাদের বিপদে আপদে পাশে থাকব।
জাহাঙ্গীর হোসেন মোল্লা বলেন, তবে একটি গ্রুপ হিন্দু সম্প্রদায়ের ভালো থাকাটা দেখতে পারে না। তারা ওখান থেকে কিছু লোকদের নিয়ে মুসলিম সম্প্রদায়ের লোকদের যোগসাজসে ষড়যন্ত্র করে নিজেরা নিজেদের ক্ষতি সাধণ করছে। আমরা চাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে সুন্দর ভাবে তারা পূজা উদপাপন করবে। পূজা করার জন্য তাদের জায়গা বরাদ্ধ দেওয়া হয়েছে। ওখানে যদি তারা পূজা করে তাহলে পূজার সকল খরচ আমাদের। আমরা সুন্দর করে সব গুছিয়ে দিবো। আর বিশৃংখলাকারীদের সাথে আমরা নাই। কোন অপরাধীকে আমরা পশ্রয় দিবো না।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan