A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: দেশের বৃহৎ দুই রাজনৈতিক দলের ঘোষিত নানা কর্মসূচী শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ন চেকপোস্টে তল্লাশি চালাচ্ছে পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাব-১০ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডেমরার কয়েকটি গুরুত্বপূর্ন পয়েন্টে তারা তল্লাশি অভিযান পরিচালনা করেন। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

র‌্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন,  আগামি ২৮ অক্টোবর ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি ও উন্নয়ন সমাবেশ। একই সঙ্গে বিএনপিও তাদের ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচীর ডাক দিয়েছে। আর বৃহৎ এ দুই রাজনৈতিক দলের নানা কর্মূসূচী যাতে শান্তিপূর্নভাবে নিরাপদে সম্পন্ন হয় সে লক্ষ্যে র‌্যাব-১০ চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম শুরু করেছে। এক্ষেত্রে দেশবাসীর জানমালের নিরাপত্তা বিধান, সরকারি সম্পত্তির নিরাপত্তা বজায় রাখা ও কর্মসূচীতে আসা নেতাকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য সারাদেশেই র‌্যাব নিরাপত্তা জোরদার করেছে। পাশাপাশি সারা দেশব্যাপী নজরদারি ও টহল কার্যক্রমও চলছে।

 

তিনি বলেন, সন্দেহজনক মানুষ ও বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে তল্লাশি কার্যক্রম চলবে। তাছাড়া কোনো সুযোগ সন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে লক্ষ্যে চেকপোস্ট ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

 

আগের সংবাদ দেখুনপ্রশাসনিক চাপে দূর্গা বিসর্জন
পরের সংবাদ দেখুনবাবার হাতে শিশু কণ্যা খুন