
নারায়নগঞ্জ ক্রাইম নিউজ :
এ কে এম সেলিম ওসমান বলেছেন, নারায়নগঞ্জের উন্নয়নের জন্য নৌকা প্রয়োজন । আমি তাই করবো যা মাননীয় প্রধানমন্ত্রী বলবেন । আমি চাইনি নির্বাচন করতে , চেয়েছিলাম নৌকার জন্য কাজ করতে কিন্তু আমার আপা বলেছেন, লাঙ্গল নিয়ে নির্বাচন করতে হবে ।
সেলিম ওসমান বলেন,আমার বেঁচে থাকার সম্ভারনা ছিল খুব কম । নারায়নগঞ্জের প্রত্যেকটা মসজিদে আমার জন্য দোয়া হয়েছে। আমি চেয়েছিলাম মানুষকে ভালোবাসতে। তার প্রমাণ হচ্ছে আজকের এ জনসভা। আমি হয়তো পেয়েছি মানুষের ভালোবাসা।
আমার বড় ভাই নাসিম ওসমান চলে গিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে । তার মৃত্যুর কথা শুনে প্রধানমন্ত্রীর চোখে জল এসেছিল। তার জন্যেই আপনাদের বাড়ির পাশে আজ নাসিম ওসমান সেতু হয়েছে।