
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন রোলিং মিলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাড়িয়েছে। বুধবার রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু।
নিহতের নাম জাকারিয়া হোসেন। এর আগে সোমবার মোজাম্মেল হোসেন, মঙ্গলবার সাইফুল ইসলাম ও শরিফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে চিকিৎসাধীণ অবস্থায় ইকবাল হোসেন নামে এক শ্রমিক মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, শারমিন রিরোলিং মিলে গ্যাসের বিস্ফোরণের ঘটনায় সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, মোজাম্মেল হক, জাকারিয়া মিয়া ও শরিফুল ইসলাম নামে পাঁচ শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে চারজন মারা যান।
বাকী একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে মোজাম্মেল হোসেনের শরীরে ১’শ সাইলফুল ইসলামের শরীরে ৬০ শতাংশ,জাকারিয়ার শরীর ৩৫ শতাংশ ও ইকবালের শরীর ৩০ শতাংশ পুড়ে গেছে। এদের মধ্যে চিকিৎসাধীণ অবস্থায় জাকারিয়া হোসেনসহ চারজন মারা গেছেন। ইকবাল হোসেন নামে একজন চিকিৎসাধীণ অবস্থায় রয়েছেন।