নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ সড়কে রেলওয়ে অধিদপ্তরের তিন কোটি টাকার মূল্যের প্রায় পাঁচ বিঘা জমি অবৈধভাবে দখল করে হাসপাতাল, দোকানপাট ও মার্কেট নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন একটি প্রভাবশালী মহল। এ বিষয়ে মঙ্গলবাব সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রেলওয়ে সুত্রে জানা গেছে, ১৯৮৬ সাল পর্যন্ত নরসিংদী থেকে মদনগঞ্জ ট্রেন চলাচল করেছে। ১৯৮৭ সালের শুরুর দিকে তৎকালিন সরকার প্রাধান হুসাইন মোহাম্মদ এরশাদ এ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেন। তারপর গণপরিবহন চলাচলের জন্য পাকা সড়ক নির্মাণ করা হয়। কিন্তু রাস্তার দু’পাশে রেলওয়ের খালি জমি পরে থাকায় হাসপাতাল, দোকানপাট, মার্কেট ও বাড়িঘর নির্মাণ করে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আদায় করছেন এককালীন ও প্রতিমাসে লাখ লাখ টাকা ভাড়া।
সরেজমিনে আড়াইহাজার চৌরাস্তা এলাকা ঘুরে দেখা গেছে, আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান আড়াইহাজার চৌরস্তা এলাকায় জবেদ আলী মেমোরিয়াল হাসপাতাল ও তার দু’পাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের পাঁচ বিঘা জমি দখল করে ওষুধ, ওয়ার্কসপ, গ্যারেজ, খাবার হোটেল, চায়ের দোকানসহ শতাধিক সেমিপাকা দোকান নির্মাণ করে কয়েক কোটি টাকা এককালিন ও মাসে কয়েক লাখ টাকা ভাড়া উত্তোলন করছেন তিনি।
আড়াইহাজার চৌরাস্তা এলাকার সালমান ফার্মেসীর মালিক রিপন মিয়া জানান, আমি ষাট হাজার টাকা বাৎসরিক ভাড়া দিয়ে হাবিবুর রহমানের কাছ থেকে দোকান ভাড়া নিয়েছি। ভাড়ার টাকা পরিশোধ করে এ পর্যন্ত কোন লাভের মুখ দেখিনি। সরকারি জায়গায় দোকান চালিয়েও চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচিছ না আমরা।
গ্যারেজ মালিক রোবেল মিয়া ও ফয়সাল মিয়া জানান, রেলওয়ের জায়গা দোকান বসিয়ে প্রতি বছর ভাড়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন একটি প্রভাবশালী মহল। ভাড়ার টাকা না দিয়ে আমাদের দোকান থেকে বের করে দিয়ে অন্য মালিকের কাছে দোকান দিয়ে দিবে বলে সাফ জানিয়ে দিয়েছেন।
লাল মিয়া নামে এক ভাতের হোটেলের মালিক জানান, লাভ হউক আর লোকসান হউক এ বিষয়ে কারো মাথা ব্যাথা নেই। দোকান চালালে তাদের অগ্রিম ভাড়া দিতে হবে এটাই তাদের নিয়ম। রেলওয়ের জায়গা দখল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরও রেলওয়ে কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। প্রভাবশালীরা জোড়পূর্বক জায়গা দখল করে সাধারণ জনগণকে জিম্মি করে তারা অঢেল বাড়ি গাড়ি ও সম্পত্তির মালিক হয়েছেন।
রেলওয়ের জায়গা দখল করে কিভাবে হাসপাতাল ও বিভিন্ন দোকানপাট নির্মাণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান জানান, আমি রেলওয়ের কাছ থেকে ইজারা নিয়েই বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি।
বাংলাদেশ রেলওয়ের এস্টেট কর্মকর্তা আতিকুর রহমান জানান, বাংলাদেশ রেলওয়ে নতুন করে কারো নামে কোন জায়গা লিজ দেয়নি। যেসকল ব্যক্তির নামে কৃষি লিজ দেওয়া হয়েছে তারাও কৃষিকাজ না করে হাসপাতাল, মার্কেট ও দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে অবৈধভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এসকল অবৈধ দখলদারদের তালিকা ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌছেছে। এসকল অবৈধ দখলদারদের উচ্ছেদসহ তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, সরকারি সম্পত্তিতে অবৈধ দখলদারদের কোন ছাড় দেওয়া হবে না। তাদের উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। খুব শিগ্রই অভিযান চালিয়ে এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan