
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে ভূমি সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে উপজেলার মাঠেরঘাট এলাকায় অবস্থিত সহকারি কমিশনার ভূমি কার্যালয়ের সামনে আলোচনা সভা শেষে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফ, কানুনগো কামরুল হাসান ভূঁইয়া, সার্ভেয়ার জিল্লুর রহমান, মশিউর রহমান, নামজারি সহকারী আব্দুল খালেক, নাজির নাসির উদ্দিনসহ আরো অনেকে।