
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল’সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিএনপির দশ দফা বাস্তবায়নে রূপগঞ্জ উপজেলা বিএনপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় ইউনিয়ন বিএনপির সভাপতি এড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিক সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহআলম কনক, উপজেলা জাসাসের সভাপতি একে এম সুমন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম জোসেফ, আসাদুজ্জামান, আশিকুর রহমান রুবেল, নয়ন সরকার, রিপন আকন্দ সহ ইউনিয়নের সকল অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।
এসময় এড. মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বর্তমান ফ্যাসিষ্ট সরকারের অত্যাচারে অনেক নেতাকর্মী মারা গেছেন। তাদের জন্য আমরা দোয়া করবো এবং দলের সিদ্ধান্তে যে কোনো আন্দলোন সংগ্রামে আমরা প্রস্তুত থাকবো। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পর্যায়ক্রমে মতবিনিয় সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।