
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রুপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অবস্থিত মেসার্স কাকুল ব্রিকস ম্যানুফেকচারারে মোবাইল কোর্ট পরিচালনা করে কার্যক্রম বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২ টায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান এর নেতৃত্বে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর, কাঞ্চন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এর সমন্বয়ে গঠিত একটি টীম কর্তৃক এ অভিযান পরিচালিত হয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর আরো জানায়, ফায়ার সার্ভিসের সহযোগিতায় ইটভাটার আগুন সম্পূর্ন নিভিয়ে দেওয়া হয় এবং এক্সাভেটর এর সাহায্যে ইট ভাটার কিলন সম্পূর্ন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স ব্যতিত ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে উক্ত ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোজাহীদ ও মো. মোবারক হোসেন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।