A Top Ads

মনিরুল আলম, রুপগঞ্জ থেকেঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সদর ইউনিয়নের বাড়িয়া ছনি এলাকায়  আদালতের নিষেধাজ্ঞা  অমান্য করে  জোরপূর্বক মসজিদ ও কবরস্থানের জায়গা জোর পূর্বক দখল করে স্থাপনা  নির্মাণের অভিযোগে শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটক কৃতরা হলো রাজমিস্ত্রী নির্মাণ শ্রমিক অর্জুন চন্দ্র রায় ও নবচন্দ্র রায় ।

জনা গেছে রূপগঞ্জ থানাধীন সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা মৌজার ১০৯, ১১০ নং সিএস ও এসএ দাগের   আরএস ১৩০, ১৩১ নং দাগের ১৬ শতাংশ জায়গার উপর রফিকুল ইসলাম লিটন বাদী হয়ে সিরাজুল ইসলাম, সালফারাজ, আলী রাজ, রাজিব ও রাজিবকে বিবাদী করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করেন। এ জায়গায় উভয় পক্ষকেই শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত ১৪৫ ধারা জারি করেছেন। কিন্তু ওই চক্রটি আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় তাদের আটক করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত হোসেন জানান অর্জুন চন্দ্র রায় ও নব চন্দ্র রায় তারা দুইজন আদালতের আদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। এর সাথে যারা জড়িত থাকবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

আগের সংবাদ দেখুনচাঁদাবাজি-সিন্ডিকেট আগে ছিল, এখনো আছে: সারজিস আলম
পরের সংবাদ দেখুননারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা