A Top Ads

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

মিছিল শুরু করে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন বিএনপি নেতাকর্মীরা। এসময় সড়কে টায়ারে অগ্নিসংযোগ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে পুলিশ আসার আগেই নেতাকর্মীরা চলে যান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সাধারণ সম্পাদক জোবায়ের জিকু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভুঁইয়্সাহ শতাধিক নেতাকর্মী।

সিদ্ধিরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ গোলাম মোস্তফা কালের কন্ঠকে জানান, ঘটনাস্থলটি সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমান্তবর্তী এলাকা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছিলাম। কোন মিছিলকারীকে পাওয়া যায় নি।

 

আগের সংবাদ দেখুনবিএনপির পাঁচকর্মী গুলিবিদ্ধ
পরের সংবাদ দেখুনআগুনে প্রাণ গেল ঘুমন্ত হেলপারের