
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২২ মার্চ) নারায়ণগঞ্জের চাষাড়াস্থ দিগু বাবুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। এ সময় বিভিন্ন পণ্যের মূল্য তালিকা যথাযথ না থাকায় এবং কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় দুইটি মামলায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে এবং কৃষি বিপণন কর্মকর্তা রোকেয়া আক্তার ও জেলা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, বিভিন্ন দোকানদার ও বিক্রেতাদের যথাযথ মূল্য তালিকা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ওজন পরিমাপক যন্ত্র পরীক্ষা করে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। অভিযান পরিচালনাকালে বাজার মালিক সমিতির সভাপতিকে পাওয়া যায়নি এবং তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
তিনি বলেন, পবিত্র মাহে রমজান জুড়ে আমাদের বাজার মনিটিং চলমান থাকবে। বিক্রেতারা যেন সাধারণ মানুষকে দ্রব্যমূল্য বাড়িয়ে হয়রাণী করতে না পারে সে লক্ষে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করবে।