নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. সাগর (৩২)’কে শনিবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃত আসামী ফতুল্লার দেলপাড়া কলেজ রোড এলাকার আঃ করিম মিয়ার ছেলে।
বিকেলে র্যাব-১১’র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী মো. সাগর তার স্ত্রী কুলসুম বেগমকে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ দেয়। এক পর্যায়ে কুলসুম যৌতুক দিতে অস্বীকৃতি জানালে সাগর তার স্ত্রীকে অমানবিক নির্যাতন করে এবং যৌতুক না দিলে কুলসুমের সাথে সংসার করবে না বলে হুমকি দেয়। এতে কুলসুম বেগম অসহায় হয়ে বিজ্ঞ আদালতে তার স্বামী সাগরের বিরুদ্ধে যৌতুক আইনে একটি মামলা দায়ের করে। যার সিআর মামলা নং-২৯৬/২২।
এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিগত ২০২২ সালের ২৯ নভেম্বর সাগরকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর হতে সে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan