নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে স্বামীসহ তার শশুর বাড়ির লোকজন আয়েশা আক্তার শ্রাবনী (২১) নামে এক গৃহবধূর উপর নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে গৃহবধূর বাবা আজাহার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে গত ১০ মে রাতে উপজেলার মুড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূর বাবা আজাহার জানান, গত দুই মাস আগে উপজেলার মুড়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে সোলেইমানের (২৫) সঙ্গে তার মেয়ে আয়েশা আক্তার শ্রাবণীর বিয়ে হয়। পরে স্বামী সোলেইমান তার বাবা নজরুল ইসলাম ও তার মা শিল্লী মিলে যৌতুকের দাবিতে শ্রাবনীকে যৌতুকের জন্য বেশ কিছুদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিল।
গত ১০ মে মেয়ের স্বামী সোলেইমান ও শশুর শাশুড়ি শ্রাবনীকে তার বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। এসময় শ্রাবনী যৌতুকের টাকা এনে দিতে অস্বীকার করলে তারা তার মাথাসহ শারীরিকভাবে অমানুষিক নির্যাতন চালায়। পরে আহত অবস্থায় শ্রাবনীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় তার বাবা মা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকরা।
এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত স্বামীসহ শ্বশুরবাড়ি লোকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan