
সালে আহমেদ, ডেমরাঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল ও সাধারণ সম্পাদক এস. এম. সোহেলের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগ এর কার্যনির্বাহি সদস্য এ বি এম আরিফ হোসেন,
নুর মোহাম্মদ হাওলাদার, ঢাকা -০৫ আসনের যুবলীগের দায়িত্ব প্রাপ্ত নেতা – হারুন অর রশীদ – সহ সভাপতি, সৈয়দ আহমেদ – সহ সভাপতি, ওমর শরিফ পলাশ – শিল্প ও বানিজ্য সম্পাদক, সদস্য, এস কে চাঁদ, সদস্য, আবুল হাসনাত রতন সদস্য, এনায়েত সদস্য, আব্দুল মান্নান, ৬৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন সহ ঢাকা -০৫ আসনের ১৪ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি -সাধারণ সম্পাদকসহ অন্যন্য নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় দক্ষিণ যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা বলেন, শহীদ শেখ ফজলুল হক মনি স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যুব সমাজকে নেতৃত্ব শিখিয়েছেন। যুগে যুগে তার মতো নেতার প্রয়োজন রয়েছে।