A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াইহাজারে যুবদল নেতা মাহবুবুল আলমকে পিটিয়ে ও চোখ উপড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহতের ভাই মহিবুর রহমান বাদি হয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসমত আলীকে প্রধান আসামী করে চৌদ্দ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে গতকাল দুপুরে পাচরুখি মাদ্রাসা মাঠ এলাকায় জানাযা শেষে নিহতের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে গত মঙ্গলবার আড়াইহাজারে সেচ্ছাসেবকলীগ নেতা হাসমত আলী ও তার সহযোগীদের হাতে যুবদল নেতা মাহবুবুল আলম খুন হন। নিহত মাহবুবুল আলম আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই এলাকার হানিফ মিয়ার ছেলে।

মামলার বাদি নিহতের ভাই মহিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব-পরিকল্পিতভাবে দুপ্তারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাশমত আলীর নেতৃত্বে আমার ভাইকে পিটিয়ে, কুপিয়ে, হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে ও চোখ উপড়িয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।

নিহত যুবদল নেতার জানাজায় অংশ নিয়ে এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি করেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনসহ দলীয় নেতা-কর্মীরা।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক তৈয়ব জানান, নিহত যুবদল নেতা মাহবুবুল আলমের ভাই মহিবুর রহমান বাদি হয়ে থানায় চৌদ্দ জনের নাম উল্লেখ করে এবং ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আগের সংবাদ দেখুনসাংবাদিকের উপর কলি বাহিনীর হামলা
পরের সংবাদ দেখুনসিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিবাদ