A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ

আড়াইহাজারে মাহাবুব আলম নামে এক যুবদল নেতাকে পিটিয়ে, কুপিয়ে ও চোখ তুলে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে তার বাবা-মা’সহ আত্মীয় স্বজনদের প্রাণ ভিক্ষার আঁকুতিতে কর্ণপাত করেননি ঘাতকরা। আহত অবস্থায় তাকে হাসপাতাল নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার উপজেলার দুপ্তারা ইউনিয়নের সিংরাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহাবুব আলম সিংরাটি এলাকার হানিফ মিয়ার ছেলে ও দুপ্তারা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, যুবদল নেতা মাহবুব আলম উপজেলার কালিবাড়ি এলাকায় গেলে সেখানে হাশমতের লোকজন প্রথমে মাহাবুবকে মারধর করে। তাকে অপহরণ করে হাশমতের বাড়িতে নিয়ে গিয়ে হাশমত মিয়া ও তার ভাই কিসমত মিয়া এবং কামাল হোসেন’সহ পরিবারের লোকজন পর্যায়ক্রমে তাকে মারধর করে মারাত্মকভাবে আহত করে। আহত অবস্থায় তাকে হাসপাতাল নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পরিবারের অভিযোগ, উপজেলার দুপ্তারা ইউয়িনের হাশমত মিয়ার কাছে মাহাবুব আলম একটি জমি বিক্রির জন্য তিনলাখ টাকা বায়না নেয়। বেশ কিছুদিন হাশমত বায়নার টাকা ফেরৎ চাচ্ছিল। সেই টাকা দিতে না পারায় তাকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করা হয়।

নিহত মাহাবুবের চাচা মজিবর রহমান জানান, জমির বায়না টাকা ফেরৎ না দেওয়ায় আমার ভাতিজাকে কুপিয়ে চোখ উপরিয়ে হত্যা করেছে পাসন্ড হাসমত মিয়া ও তার লোকজন। আমি আমার ভাতিজা হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নিহত মাহাবুব আলমের বাবা হানিফ মিয়া ও মা তাহেরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ওরা প্রভাবশালী। আমাদের সামনেই দিনেদুপুরে পোলাডারে পিটাইয়া মাইরা ফালাইলো। আমরা এর ন্যায় বিচার চাই।

আড়াইহাজার থানার ওসি এমদাদুল হক তৈয়ব জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কিসমত মিয়া ও কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলাদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার জানান, স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের একজন যুবদল নেতাকে হত্যা করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোড় দাবি জানাই।

আগের সংবাদ দেখুনএক হাজার নারী-পুরুষকে ঈদবস্ত্র বিতরণ
পরের সংবাদ দেখুন‘বিল্ডিং কোড’ বাস্তবায়নে সেনাবাহিনীকে দায়িত্ব দিন : এনডিবি