A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম দেলোয়ার হোসেন। তিনি নীলফামারী জেলার মফিজুল ইসলামের ছেলে। রবিবার শীতলক্ষ্যা নদীর সাধুরঘাট ওয়াকওয়ে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে যাওয়া কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হালিম মিয়া জানান, আমরা মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। নিহতের শরীরে কোনো আঘাত পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার্স ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে জানাযাবে নিহতের হত্যার রহস্য। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

আগের সংবাদ দেখুনআপত্তিকর অবস্থায় নারীসহ পুলিশের এসআই আটক
পরের সংবাদ দেখুনথানা সচল করতে ৪০ লাখ টাকা সহায়তা