A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজঃ নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পরিচালক নির্বাচিত হয়েই শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পরিচালকবৃন্দ। সেই প্রতিশ্রুতি মোতাবেক মাহে রমজানকে কেন্দ্র করে যেসব পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়, ওই সব পয়েন্টে বাড়তি জনবলের ব্যবস্থা করেছেন তিনি। আজ সকাল থেকেই ট্রাফিক পুলিশের সঙ্গে এই বাড়তি জনবল কাজ শুরু করেছে।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ সোহাগ জানান,যানজট নিরসনে চেম্বার কমিউনিটি পুলিশের মাধ্যমে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যানজট নিরসন করতে শহরের গুরুত্বপূর্ন  পয়েন্টে এরা অবস্থান করবে। আশা করছি এ বছর মানুষ স্বাচ্ছন্দে যানজটমুক্তভাবে শহরে চলাফেরা করে স্বস্থির নি:শ্বাস ফেলতে পারবেন। তিনি বলেন, চাষাঢ়া মোড়, মিশনপাড়া, শায়েস্তা খান রোড মোড়, ২ নম্বর রেলগেট, ১ নম্বর রেলগেট, মন্ডলপাড়া, খানপুর, পঞ্চবটী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে প্রতিটি মোড়ে ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশ এবং সঙ্গে ১৮০ জন সদস্য তাদের সহায়তার জন্য নিয়োজিত থাকবেন। সবাইকে মাথা ঠাণ্ডা রেখে ধৈর্যের সঙ্গে কর্তব্য পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দুটি টিম এই কার্যক্রম পরিচালনা করবে।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য কয়েকটি সমস্যার মধ্যে একটি হচ্ছে যানজট। ক্রমেই এই সমস্যা প্রকট আকার ধারণ করছিল। তিনি আরো বলেন, ‘ট্রাফিক পুলিশের সঙ্গে বাড়তি জনবলের ব্যবস্থা করে দিয়েছি। এতে নগরবাসী কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে পারবে। রমজান মাস শেষ হলে যানজট নিরসনে স্থায়ীভাবে কী উদ্যোগ নেওয়া যেতে পারে তা নিয়েও কাজ করব।

আগের সংবাদ দেখুনবিএনপি নেতা মোশাররফ হোসেন বেপরোয়া
পরের সংবাদ দেখুনবিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ – ৮