ফয়সাল আহমেদ
খুব শীগ্রই আসছে তরুণ কণ্ঠশিল্পী এস এম মিঠু'র কন্ঠে 'বেইমান' শিরোনামের একটি গান। মোস্তফা কামালে'র কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন ইঞ্জিনিয়ার ডালিম।
গীতিকার মোস্তফা কামাল বলেন, এস এম মিঠু নবাগত শিল্পী হলেও তার গায়কী অসাধারণ। গানের প্রতি তার যে ভালোবাসা তা আসলে বর্তমান প্রজন্মের নবাগত শিল্পীদের মধ্যে খুবই কম দেখা যায়। আসা করছি গানটি সবার ভালো লাগবে।
এস এম মিঠু জানান, মোস্তফা কামাল ভাইয়ের কথায় প্রথম গান করলাম। ছোটবেলা থেকেই গানের প্রতি একটা ভালোবাসা ছিলো আমার। ইচ্ছে ছিলো বড় হয়ে ভাইরাল নয় একজন ভালো মানের শিল্পী হবো। আর সেই স্বপ্ন পুরণে এগিয়ে আসলেন মোস্তফা কামাল ভাই। গানটি এক কথায় অসাধারণ হয়েছে।
So Music ইউটিউব চ্যানেলে খুব শীগ্রই গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হবে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan