
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: ঢাকা চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমড়াইল মোড় এলাকায় বৃহস্প্রতিবার সকাল থেকে বিকেল ছয়টা পর্যন্ত কমপক্ষে বিশটি কলেজের শিক্ষার্থীরা কম্পিলিট শাটডাউনের কর্মসূচি হিসেবে মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে ফিরেছেন।
সরেজমিনে সকাল আটটা থেকে বিকেলে ছয়টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড, সানারপাড়, শিমড়াইল মোড়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, প্রতিটি মোড়ে মোড়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করেছেন। তাদের দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে ছাত্রদের সংখ্যা আরো বেড়ে যায়। এক পর্যায়ে তারা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন। এসময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা ছাত্রলীগের দুই নেতাকে মারধর করে তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,আমাদের ন্যায্য দাবি কোটা আন্দোলনের কর্মসূচী আমরা শান্তিপূর্নভাবে পালন করে আসছি। আমাদের এই কর্মসূচীকে বানচাল করার জন্য ছাত্রলীগের সন্ত্রাসী ও পুলিশবাহিনীকে আমাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইয়ের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। হত্যাকারীদের চিহিৃত করে বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।
এক নারী শিক্ষাথী জানান,আমরা দাবি আদায় করতে মাঠে নেমেছি। যেসকল মায়ের বুক খালি করা হয়েছে। যাদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রশাসন পাশে আছে। তবে তাদেরকে শান্তিপূর্নভাবে কমূসূচী পালন করার জন্য অনুরোধ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল (সোয়া ছয়টা) শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে তাদের কর্মসূচী অব্যাহত রেখেছেন।