A Top Ads

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা মেসিকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছেন।

সাদিয়া ফয়জুন্নেসা বলেছেন, ‘আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করব। বাংলাদেশে আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই। মেসি বাংলাদেশে খুব জনপ্রিয়। আমরাও ফুটবলের জন্য আর্জেন্টাইনদের ভালোবাসি। তাই আমাদের দেশে মেসিকে পাওয়া সম্মানের ব্যাপার।’

ডিয়েগো ম্যারাডোনার কারণে বাংলাদেশে আর্জেন্টিনা দল জনপ্রিয়তা পেয়েছে জানিয়ে ফয়জুন্নেসা বলেন, ‘ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীন থাকায় ফুটবল বাংলাদেশে সব সময়ই জনপ্রিয় ছিল। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বেশি আগ্রহ সৃষ্টি হয় এবং কিংবদন্তিতে পরিণত হন ডিয়েগো ম্যারাডোনা। আমার মনে আছে, বাংলাদেশের অনেক মানুষ তখন বিশ্বকাপ দেখেছে।’

বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের নিয়ে ফয়জুন্নেসা বলেন, ‘বাংলাদেশের প্রচুর মানুষ আর্জেন্টিনার খেলা দেখেন। ছোটবেলায় আমরা ঘরে বসে খেলা দেখেছি। কিন্তু এখন বিভিন্ন শহরে বড় পর্দায় দেখানো হয়। রাত তিনটায় লোকজন জড়ো হয়ে খেলা দেখেন।’

প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর ২০১১ সালে বাংলাদেশে এসেছিলেন লিওনেল মেসি। সেবার নাইজেরিয়ার বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।

 

আগের সংবাদ দেখুনমানুষ হিসেবেও তিনি অসাধারণ: বুবলী
পরের সংবাদ দেখুনকঠিন চ্যালেঞ্জের সামনে টাইগাররা