A Top Ads

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে এক মুক্তিযোদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে তার ঘর থেকে বিশ লাখ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়েগেছে ডাকাত দলের একটি সংঘব্ধচক্র। নিহত ওই মুক্তিযোদ্ধার নাম আব্দুল হালিম।

বুধবার ভোররাতে এনায়েতনগর ইউনিয়নের মাওলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে, তিনি ওই এলাকার মৃত: মহব্বত আলীর ছেলে। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

নিহতের ছেলে হাফেজ মাসুদ জানান, পরিবারের লোকজন মঙ্গলবার আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। রাতে তার বাবা নিজ রুমে ও সে তার রুমে ঘুমিয়ে ছিলেন। রাতে  ঘুমন্ত অবস্থায় তিনজন লোক তার হাত পা ও চোঁখ বেধে মারধর করে। তার বাবার রুমে কয়জন ছিলো তার জানা নেই। তবে দুর্বৃত্তরা ভোরে যাওয়ার সময় জমি বিক্রির বিশ লাখটাকা ও স্বর্ণালংকার  লূট করে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, ময়না তদন্ত রিপোর্টে জানা যাবে মৃত্যুর কারণ। তবে যে ঘরে ঘটনা ঘটেছে সে ঘরে বাহির থেকে ভিতরে প্রবেশ করার কোন আলামত পাওয়া যায়নি। ঘরটিতে চারটি সিসি টিভি ক্যামেরা রয়েছে। তবে ক্যামেরার মেশিন থেকে হার্ড ডিক্স খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিহতের ছোট মেয়ে নুরুননেছা জানায়, রাত আড়াইটার দিকে তাদের ভাড়াটিয়ার মেয়ে তাকে ফোন করে জানায় যে তাদের বাসায় ডাকাতি হয়েছে।  তার ভাইকে হাত-পা বেধে,মারধর করে টাকা -স্বর্নালংকার নিয়ে গেছে। এবং তার বাবা কোন কথা বলছেনা। সংবাদ পাওয়ার পরপর সে ধর্মগঞ্জস্থ বাসায়  ছুটে আসে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক বলেন, নিহতের এক ছেলে দুই মেয়ে। মেয়েরা স্বামীর বাড়ি থাকেন। ছেলের পরিবারের সাথে মুক্তিযুদ্ধা আব্দুল হালিম নিজ বাড়িতে থাকেন। ঘটনার সময় ছেলে ও আব্দুল হালিম ছাড়া কেউ বাড়িতে ছিলেন না। ঘটনাটি রহস্যজনক। গুরুত্ব সহকারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

আগের সংবাদ দেখুনগাঁজাসহ চার মাদক কারবারী গ্রেফতার
পরের সংবাদ দেখুনএক কর্যালয়ে এক যুগ পার দুই সরকারি কর্মকর্তার