নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত এশিয়ার বৃহত্তম শপিং কমপ্লেক্স মিতালী মার্কেটের অফিস কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে মার্কেট পরিচালনা কমিটির প্রচার সম্পাদক আবুল হাশেম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ফতুল্লার ভুইঘর শান্তিধারা এলাকার বাসিন্দা আব্দুল মান্নান মিয়ার ছেলে জামান মিয়া তুষারধারা এলাকার বাসিন্দা জামান মিয়া। একই এলাকার বাসিন্দা সিরাজ মিয়া, মিজমিজি কান্দাপাড়া এলাকার বাসিন্দা সবুজ মিয়াসহ অজ্ঞাত ১৫/২০জন আসামী সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেট অফিস কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি জামায়াত শিবিরসহ বিভিন্ন ব্যানারে সরকারি বেসরকারি অফিস কার্যালয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করেন। এর ধারাবাহিকতায় ১৮ জুলাই মিতালী মার্কেটের অফিস কার্যালয়ে জামান মিয়ার নেতৃত্বে এলাপাথারিভাবে ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। মার্কেটের অফিস কক্ষের দরজা ভেঙ্গে আসবাবপত্র কম্পিউটার, মার্কেটের রশিদ বই, আয় ব্যায়ের রেজিষ্টার ও অতিজরুরী দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র আগুন দিয়ে পুুড়িয়ে দেয়। এসময় মার্কেটের অফিসে থাকা প্রায় পাঁচলাখ টাকা লুট করে নিয়ে যান তারা। এতে প্রায় দশ লাখ টাকার ক্ষতি সাধণ হয়েছে বলে এজহারে উল্লেখ করা হয়।
মিতালী মার্কেট পরিচালনা কমিটির প্রচার সম্পাদক আবুল হাশেম নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, সম্প্রতি জামান মিয়া ও সিরাজ মিয়ার নেতৃত্বে ১৫/২০জনের সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে আমাদের অফিস কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আমাদের প্রায় দশ লাখ টাকার ক্ষতি সাধণ করেছেন। তিনি বলেন, মার্কেটের সকল প্রকার দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র পূর্বপরিকল্পিতভাবে পুড়িয়ে দিয়েছেন সন্ত্রাসীরা। অতি দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মিতালী মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, আমাদের অফিস পরিচালনা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ মূল্যবান আসবাবপত্র আগুন দিয়ে জ¦ালিয়ে দিয়েছে জামান মিয়া ও তার সহযোগীরা। এসকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, নারায়ণগঞ্জ ক্রাইম নিউজকে জানান, মিতালী মার্কেটের অফিস কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা নেওয়া হয়েছে। আসামীদের গ্রেফতার করতে ইতিমধ্যেই বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan