নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: এক দফা দাবিতে দেশজুড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলছে। ঢাকা চট্রগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড়ে মিছিলে উত্তাল সড়ক মহাসড়কের চারপাশ। রবিবার দুপুর বারোটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশে যানবাহন বন্ধ করে দিয়ে মিছিলের নগরীতে পরিনত হয়েছে।
সকাল থেকে মহাসড়কের শিমড়াইল, সাইনবোর্ডসহ বিভিন্ন পয়েন্টে হাজার হাজার ছাত্র জনতা অবস্থান নেন। পুরো যান চলাচল বন্ধ করে দিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন।
আরিফ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, আমার দোকান গুলিস্থান। অনেকদিন ধরে ব্যবসা মন্দা, অভাবে আছি। চেয়েছিলাম দোকানটা খুলতে, যেতেই পারলাম না।
আলি হোসেন নামের এক চাকরিজীবী বলেন, বেসরকারি চাকুরি করি। অফিসে যেতে না পারলে চাকুরিও চলে যেতে পারে। এদিকে গাড়ি চলছে না। আমাদের কষ্টটা কেউ বোঝে না ভাই।
আন্দোলনে অংশগ্রহনকারী একজন শিক্ষার্থী জানান, আমাদের একদফা দাবি পুরন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের ভাই ও বোনদের যেভাবে বুকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এর বিচার না হওয়া পর্যন্ত কাউকে ক্ষমা করা হবে না। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইনস্পেকটর (টিআই) কেএম শরফুদ্দিন বলেন, দুপুর বারোটায় কোটা আন্দোলনকারীরা মহাসড়কের শিমড়াইল, সানারপাড় ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। এতে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan