A Top Ads

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, এই আসর নামাজের সময়ে কসম খেয়ে বলছি- আল্লাহর নামে কসম খেয়ে বলছি বিএনপি আর ক্ষমতায় আসবে না। তিনি বলেন, রাজনীতি করতে এসেছেন রাজনীতি করেন তবে খোঁচাখুঁচি করবেন না।

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর পৌষারপুকুরপাড় এলাকায় ডিএনডির অভ্যন্তনের জলাবদ্ধতা পরিদর্শনের পর চৌধুরীবাড়ি পারিবারিক মিলনায়তনের সামনে এক সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত আপনার ধরতে হবে না।

ওরা ওদের রাজনীতি করুক কিন্তু যে ধরনের কথাবার্তা বলতেছেন, জাতির জনকের কন্যাকে নিয়া। বয়স কিন্তু বাড়ছে আমাদের কলিজা কিন্তু ছোট হয় নাই। মা বইলা বউ কওয়ার সুযোগ পাবেন না কিন্তু বলে দিলাম, মা বইলা বউ বলতে দিমু না।

বি কেয়ারফুল, শেখ হাসিনা কে গালি দিবেন, বঙ্গবন্ধুকে গালি দিবেন, শেখ হাসিনার দুই গালে বলবেন, এই ধরনের অশ্লীল স্লোগান দিবেন। আমরাতো বলিনা। আমিতো তিনটা টেলিভিশন চ্যানেলে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছি। কেন অসুস্থ মানুষ, আমি বলেছি দোয়া করেন। আমি ওনার দ্বারা সবচেয়ে বেশী অত্যাচারিত, যেহুতু আমি অত্যাচারিত- আমার নবীর শিক্ষা। আমার বাবা-মার শিক্ষা, যেহুতু আমি অত্যাচারিত- আমার দোয়া ওনার জন্য আল্লাহর কাছে কবুল হবে।

যে কারনে আমি টেলিভিশনের টকশোতে বলছি, আল্লাহ ওনাকে (খালেদা জিয়া) সুস্থ করে দেউক। উপস্থাপক আমাকে বললো, আপনি তার জন্য দোয়া করছেন। আমি বললাম কেন করবো না। এটাইতো আমার বাবা-মা শিখিয়েছে, শেখ হাসিনা শিখিয়েছে। সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, আওয়ামীলীগ নেতা শওকত আলী, লুৎফর রহমান স্বপন, মীর সোহেল আলী সহ অনেকে।

আগের সংবাদ দেখুনজলাবদ্ধতা নিরসনের বিএনপির প্রতিবাদ
পরের সংবাদ দেখুনশিল্পপতি হুমায়ুন কবিরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া