
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁর পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের চাচা নূরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন। তিনি আজ সকালে সড়ক দূর্ঘটনায় নিহত হন।
পূর্বাচল ৩০০ ফুট সড়কের ভূইয়া বাড়ি ব্রিজ এলাকায় যাত্রীবাহী দুই প্রাইভেটকারের মধ্যে এ সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হন।
হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বলেন, দুই প্রাইভেটকারীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নূরুল ইসলামসহ আরো তিনজন মারা যান।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নারায়ণঞ্জ ক্রাইম নিউজকে জানান, আমার চাচা নূরুল ইসলাম আওয়ামীলীগের একজন প্রবীন নেতা ও একনিষ্টকর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। আগামীকাল সকাল এগারটায় মেঘনা শিল্পনগরী উচ্চবিদ্যালয় মাঠে আমার চাচার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। উক্ত জানাযায় সকলকে অংশগ্রহন করে আমার চাচার আত্মার মাগফেরাত কামনা করার আহবান জানান তিনি।