প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ৭:০০ অপরাহ্ণ
মাসুমের নেতৃত্বে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বিশাল শোডাউন আনন্দ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এই আনন্দ র্যালিতে হাজার হাজার নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় র্যালিটি মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজাসহ বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সময় ক্ষমতায় থেকে দেশকে উন্নয়ণশীল দেশে রুপান্তরিত করেছেন। আমাদের আর কারো কাছে ধরনা দিতে হয় না।
উন্নয়ণের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফের ভোট দিয়ে তাকে ক্ষমতায় আনার জন্য আহবান জানান তিনি। তিনি বলেন, জামায়াত বিএনপির সন্ত্রাসীরা নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না বলে ঘোষনা দেন তিনি।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan