A Top Ads

নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রওযাতুল মুত্তাকীন দাখিল মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু চারতলা ভিত বিশিষ্ট এক তলা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এক কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, জয় পরাজয় বড় কথা নয়, আপনাদের পাশে আছি, আমৃত্য আপনাদের পাশে থাকবো। এসময় তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলার আহবান জানান।

মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ কুতুবুদ্দীন ইসলামের সভাপতিত্বে এবং সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক মাসুম বিল্লাহ সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, বিশনন্দী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ‚ইয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবির শাহীন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন সরকার প্রমুখ।

আগের সংবাদ দেখুনসঠিক সময়ে নির্বাচনঃশামীম ওসমান
পরের সংবাদ দেখুনউন্নত চিকিৎসায় কাউন্সিলর ইস্রাফিল প্রধানের বিদেশ গমন