নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছা. সাফাতুন নেছা (৬০)’কে গ্রেপ্তার করেছে র্যাব-৩। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাফাতুন নেছা ঢাকা জেলার মোহাম্মদপুর থানার ডি ব্লক টাউনহল বিহারী ক্যাম্প এলাকার আঃ মালেকের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি। অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত সাফাতুন নেছা রাজধানী ঢাকা’সহ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকার একজন সিন্ডিকেট মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে রেখে রাজধানী’সহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ২০০৪ সালে মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়। পরবর্তীতে তার গ্রেফতারী পরোয়ানা হলে সে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে পুনরায় মাদকদ্রব্য কারবারি শুরু করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan