
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁন।
প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই তিনি সোনারগাঁয়ের পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পাড় করছেন।
বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত তিনি সোনারগাঁয়ের সনমান্দি,সম্ভুপুরা, নয়াগাও, আনন্দবাজারসহ কয়েকটি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁন গণসংযোগ করেন। এসময় তিনি ভোটারদের সাথে কথা বলেন, এলাকার উন্নয়ণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
আফজাল মিয়া নামে সম্ভুপুরা এলাকার এক ভোটার এই প্রতিবেদককে জানান, বর্তমান সরকারের নানামূখী উন্নয়ণ সারাদেশে হলেও সোনারগাঁয়ে হয় নি।
এক সময়ের ঐতিহ্যের সোনারগাঁয়ে তেমন কোন উন্নয়নের আঁচ পড়েনি। নির্বাচন আসলে প্রার্থীদের ভোট প্রার্থনায় ভোটারদের কাছে আসতে দেখি। নির্বাচন চলেগেছে আবার তাদের আর দেখা যায় না। নির্বাচন আসলেই উন্নয়ণের ঝুলি দেন প্রার্থীরা , নির্বাচন শেষ হলে তারা ভুলে যায় ভোটারদের দেওয়া কথাগুলো।
আমরা চাই এমন একজন প্রার্থী, যিনি কথা যেমন দিবেন কাজও তেমন করবেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁন একজন সুশিক্ষিত লোক। একজন ভালো মনের মানুষ। তাকেই আমরা এবারের নির্বাচনে বিজয়ী করবো ইনশাল্লাহ।
সনমান্দি ইউনিয়নের বাসিন্দা হাছান মাহমুদ জানান, সোনারগাঁয়ে এ পর্যন্ত যে ক’জন সংসদ সদস্য হয়েছেন সবাই সোনারগাঁবাসীর সাথে প্রতারণা করেছেন।
কথা দিয়ে কথা রাখেন নি। আমরা চাই যোগ্য সৎ প্রার্থীকেই আমরা ভোট দেবো। তাকেই আমরা নির্বাচিত করবো যে সুখে দুঃখে মানুষের পাশে থাকবেন। তেমনই একজন মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁন। এবারের নির্বাচনে তাকেই আমরা ভোট দিয়ে নির্বাচনে বিজয়ী করবো। সোনারগাঁকে স্মার্ট সোনারগাঁ গড়ে তুলতে তিনিই পারবেন বলে আমাদের বিশ্বাস।
এলাকাবাসীরা জনায়, সোনারগাঁয়ের সাধারণ ভোটাররা ইতিমধ্যেই প্রার্থীদের নিয়ে নানা সমীকরণ শুরু হয়েছে। প্রতিদিনই প্রার্থীদের হিসেব নিকেশ নিয়ে পাড়া মহল্লা থেকে চায়ের দোকানে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে।
তবে ভোটাররা জানান, সোনারগাঁয়ে এ যাবৎ কালে যে ক’জন এমপি হয়ে এসেছে তারা এখানকার মানুষকে বোকা বানিয়ে তাদের আখের গুছিয়েছেন। তবে এবার আমরা এমন একজন প্রার্থী নির্বাচন করবো যে নিজের জন্য নয় সোনারগাঁবাসীর উন্নয়ণে তাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।
আমেনা খাতুন নামে সোনারগাঁয়ের মোগড়াপাড়া স্ট্যান্ড এলাকায় এক পিঠা দোকানী জানান, শীত মৌসুম হওয়ায় প্রতিদিনই তার পিঠার দোকানে শত শত মানুষের ভীড় জমে। প্রতিদিনই পিঠা খেতে আসা মানুষরা জানান, নির্বাচনকে সামনে রেখে তারা নতুন হিসেব করবেন এবার।
শিক্ষিত ও মানবিক প্রার্থীকে এবার তারা বেছে নিতে চান। তারা বলছেন সুষ্ঠু নির্বাচন হলে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য প্রার্থীকেই তারা বেছে নিবেন। তারা বলছেন, সোনারগাঁয়ে সবার সেরা প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রার্থী সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ণ হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হবে। সোনারগাঁ হবে স্মার্ট নগরী।
সোনারগাঁও বিশ^বিদ্যালয় কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা আক্তার তমা জানান, এডভোকেট ওয়ালিউর রহমান খাঁন ১৯৭৫ সালে ঢাকা বিশ^বিদ্যালয় থেকে এল এল বি(অনার্স), ১৯৭৬ সালে একই বিশ^বিদ্যালয় থেকে এল এল এম ডিগ্রী অর্জন করেন। ১৯৮০ সালে তিনি আইন পেশায় যোগদান করেন।
তিনি প্রায় ৪৬ বছর আইন পেশায় নিজেকে নিয়োজিত করে দেশজুড়ে সুনাম অর্জন করেছেন।
তিনি সোনারগাঁবাসীর গর্ব। তাকেই আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করব ইনশাল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিনিয়র আইনজীবী এ বি এম ওয়ালিউর রহমান খাঁন জানান, আমি সোনারগাঁয়ের আপামর জনতার উন্নয়ণের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি।
আশা করি নির্বাচিত হতে পারলে সোনারগাঁকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব। সোনারগাঁ থেকে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদসহ সকল ধরনের অন্যায়,অত্যাচার থেকে সাধারণ মানুষকে বাঁচাতে সবোচ্চ প্রদক্ষেপ গ্রহন করবো। এছাড়া সমাজ থেকে মাদক, ইভজিজিং, বাল্যবিবাহ রোধে কার্যকরি প্রদক্ষেপ গ্রহন করবো। সোনারগাঁকে গড়ে তুলবো স্মার্ট নগরী।