
নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
মুন্সিগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. নাসির (৪৮)’কে ফতুল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। ২৮ মে ফতুল্লার পশ্চিম নয়ামাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে মুন্সিগঞ্জের সদর থানাধীন মধ্যম মহাকালি গ্রামের মো. সুরল হক মাল এর ছেলে।
রোববার রাতে র্যাব-১১’র কোম্পানী কমান্ডার স্কোয়াড্রণ লিডার একেএম মুনিরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।