নারায়ণগঞ্জ ক্রাইম নিউজ
আড়াইহাজার থানাধীন পুরিন্দা বাজার এলাকা থেকে মাদক মামলায় দীর্ঘদিন পলাতক ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী শীর্ষ মাদক কারবারি জামির আহমেদ (৩৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১১। সে ঐ এলাকার আহমেদ সওদাগরের ছেলে।
সোমবার (১৫ মে) র্যাব-১১’র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রিজওয়ান সাঈদ জিকুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৪ মে তাকে গ্রেফতার করে র্যাব-১১।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ২০২১ সালের নভেম্বর মাসে সোনারগাঁ থানাধীন জামপুর এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ৩৭ বোতল ফেনসিডিলসহ সোনারগাঁ থানা পুলিশের কাছে হাতে-নাতে গ্রেফতার হয়। পরবর্তীতে সোনারগাঁ থানায় আসামী জামির আহমেদ এর বিরূদ্ধে ১টি মাদক মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর আসামী জামির আহমেদ জামিন নিয়ে পলাতক হয়। র্দীঘ দিন যাবত সে দেশের বিভিন্ন স্থানে সু-কৌশলে পলাতক ছিল।
এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত আসামী জামির আহমেদকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষণার পর হতে আত্মগোপনে থাকা আসামী জামির আহমেদকে নিজস্ব গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি আভিযানিক দল আসামীর অবস্থান সনাক্ত পূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বার্তা ও বাণিজ্যিক কার্য্যালয়: ৪র্থ তলা, রুপালী সুপার মার্কেট, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ।
বার্তা কক্ষ: ইমেইলঃ [email protected] মোবাইলঃ 01711581634, 01921-116126
Powered by Sourav Bhuiyan